MASTI EURO মাস্টি ইউরো

উপাদান: ইরাইথ্রোমাইসিন – ৭৫ মি. গ্রাম

নিওমাইসিন- ১০০ মি. গ্রাম

ডেক্সামিথাসন- ০.৫ মি.গ্রাম

পেপেইন – ৫.০ মি. গ্রাম

ব্যবহার ক্ষেত্র

মাল্টি ইউরো দুইটি এন্টিবায়োটিকের সমন্বিত ইন্ট্রাম্যামারি ইনফিউশন যাতে ডেক্সামিথাসন কর্টিকয়েড যুক্ত হওয়ায় ওলান প্রদাহ রোগের বিরুদ্ধে এর কার্যকারিতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। পেপেইন এনজাইমের উপস্থিতির কারনে অন্যান্য উপাদান সমূহ ম্যামারি টিস্যুর অভ্যন্তরে প্রবেশের মাধ্যমে ম্যাস্টাইটিস রোগের বিরুদ্ধে কাজ করে। ওলান লাল হয়ে ফুলে যাওয়া, ওলান শক্ত ও গরম হলে, মুখ ছানার মতো চাকা চাকা হলে, দুধের সাথে রক্ত অথবা পুঁজ বের হলে মাস্টি ইউরো কার্যকর ভূমিকা পালন করে।

মাত্রা ও প্রয়োগবিধি

প্রয়োগের পূর্বে সম্পূর্ণ রূপে দুধ দোহন করে কুসুম গরম পানি এবং জীবানু নাশক দিয়ে বাট চুবাতে হবে।

এরপর মাস্টি ইউরো টিউৰ আক্ৰান্ত বাটে প্রয়োগ করতে হবে ১ টি টিউব প্রতি বাটে টানা ৩-৫ দিন।

সরবরাহ ৪টি টিউব/প্যাকেট।

DAR. Reg No. 728-4999 (V)-2020

Country of origin Spain